- উচ্চমাত্রার ফাইবার:
- হজমে সহায়তা করে
- কোষ্ঠকাঠিন্য দূর করে
- দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড:
- হৃদরোগের ঝুঁকি কমায়
- ব্রেইন হেল্থ ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়
- প্রোটিন সমৃদ্ধ:
- শরীরের পেশি গঠনে সহায়ক
- নিরামিষভোজীদের জন্য চমৎকার প্রোটিন উৎস
- অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর:
- বার্ধক্য প্রতিরোধ করে
- শরীরকে টক্সিনমুক্ত রাখতে সাহায্য করে
- ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস:
- হাড় ও দাঁতের জন্য উপকারী
- হাড়ের ক্ষয় রোধ করে
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্যকারী:
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
🥣 কীভাবে খাবেন চিয়া সিড?
- পানিতে ভিজিয়ে রেখে খান (১০–১৫ মিনিট ভিজিয়ে নিলে জেলির মতো হয়ে যায়)
- স্মুদি, ওটস, দই বা জুসে মিশিয়ে
- সালাদ বা স্যুপে ব্যবহার করা যায়
⚠️ টিপস: চিয়া সিড খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা জরুরি, কারণ এটি পানি শোষণ করে ফুলে ওঠে।